শ্যামনগর ব্যুরোঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শ্যামনগরে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ৫ মার্চ তৃতীয় রামজানে শ্যামনগর সদরে পথচারী ও ভ্যান চালক দের মাঝে সন্ধ্যায় ইফতার সামগ্রী বিতরণ করেন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব আজিজুল হক আজিজ। জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শরিফুল ইসলাম বাবু খান, যুগ্ম আহবায়ক সাবেক ছাত্র নেতা এহসান হাবীব অয়ন, শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি মেহেদি হাসান মারুফ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ফয়সাল আহমেদ সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম সুমন, সাবেক ছাত্র নেতা আব্দুস সবুর, মোঃ সাদ্দাম হোসেন, সহ-স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় শ্যামনগর সদরের বিভিন্ন স্থানে পথের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশ্রায়ন প্রকল্প শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কারেন।