মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেবহাটায় তারুণ্যের উৎসব উদ্বোধন সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্টের আলো ছড়ানো উদ্বোধন \ প্রথম খেলায় হাসলো দেবহাটা বালিকা দল দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী নিশি গ্রেফতার ডুমুরিয়ায় তারুণ্য উৎসবে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত ডুমুরিয়ায় তারুণ্যের উৎসব’২৫ উদযাপিত সাতক্ষীরায় পুলিশ নারী কল্যাণ সমিতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন লস অ্যাঞ্জেলসে দাবানলে মৃত্যু ২৪ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক মিজানুর আশাশুনি পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

রোহিঙ্গা আলেমদের সমাবেশ: মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে ফিরতে চান মিয়ানমারে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ও বিভিন্ন ক্যাম্পে রোহিঙ্গা মুফতি ও ওলামারা সমাবেশ করেছেন। গত বুধবার দিনব্যাপী বিভিন্ন ক্যাম্পে সমাবেশ করেন তারা। সমাবেশে হাজার হাজার রোহিঙ্গা সমবেত হন। সমাবেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে দেশে ফিরতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। সমাবেশে রোহিঙ্গা নেতারা বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গারা শরণার্থী জীবন থেকে মুক্তি পেতে নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হলে রোহিঙ্গারা স্বদেশে ফেরত যেতে প্রস্তুত। রোহিঙ্গা নেতা দীল মোহাম্মদের নেতৃত্বে সমাবেশে রোহিঙ্গা নেতা আবু আলম, আব্দুল রহিম, রোহিঙ্গা কমিউনিটি নেতা জুবায়ের, মৌলভি রহমত করিম, আনোয়ার সাদেক ও মাস্টার মুজিব বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, মিয়ানমারের জান্তা সরকার রোহিঙ্গাদের ওপর যে গণহত্যা চালিয়েছে; এর ন্যায়বিচার চাই। সেই সঙ্গে রোহিঙ্গা জনগণের নাগরিক অধিকার ও নিরাপত্তা এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক স¤প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছি। সমাবেশ ঘিরে সকাল থেকে বিভিন্ন ক্যাম্প থেকে জড়ো হতে থাকেন রোহিঙ্গারা। দুপুরের পর থেকে সমাবেশস্থল পরিণত হয় জনসমুদ্রে। জানতে চাইলে এর সত্যতা নিশ্চিত করে আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের সভাপতি মাস্টার মোহাম্মদ জুবাইর। তিনি বলেন, কোনও উপলক্ষ বা উদ্দেশ্য ছিল না। হঠাৎ রোহিঙ্গা আলেম—ওলামারা মিলে সভা—সমাবেশ করেছে। এটি ক্ষুদ্র থেকে বড় হয়ে গেছে। আসলে এটি নিজের মনের টানে শান্তিপূর্ণ এ সমাবেশ। আমরা চাই, এখনই আমাদের দেশে ফিরতে। কিন্তু সেই সম্বল আমাদের মাঝে নেই। মিয়ানমারে ফেরত যাওয়া আমাদের নাগরিক অধিকার। তাই আন্তর্জাতিক স¤প্রদায় আমাদেরকে আমাদের নিজ দেশে ফিরতে সহায়তা করবেন বলে আশা রাখি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com