রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন

ডুমুরিয়া তাবলীগের সাথীবৃন্দের উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রধান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

ডুমুরিয়া প্রতিনিধি \ ডুমুরিয়া উপজেলা ওলামায়ে কেরাম, তাবলীগের সাথীবৃন্দ ও তৌহিদী ছাত্র জনতার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান করেন ডুমুরিয়া উপজেলা ওলামায়ে কেরাম, তাবলীগের সাথীবৃন্দ ও তৌহিদী ছাত্র জনতার পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিনের মাধ্যমে ডুমুরিয়া সাজিয়াড়া সামছুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা মোস্তাক আহমেদ স্বাক্ষরিত, স্মারকলিপি প্রদান করেন। এ সময় তার সাথে বিভিন্ন মাদ্রাসার মসজিদের আলেমরা উপস্থিত ছিলেন। আমরা অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। দেশের আলেম ওলামা, বুদ্ধিজীবী ও ছাত্র জনতাসহ সকল সচেতন নাগরিক সা’দ পন্থীদের এহেন বর্বরতা, পৈশাচিক হামলা নৃশংস হত্যা। ইসলাম ধর্ম বিরোধী সন্ত্রাসী কার্যকলাপে নিরাপত্তাহীনতার ভুগছে। এই সন্ত্রাসীরা নিজ নিজ এলাকায় ফিরে আসা শুরু করেছে। এমতাবস্থায় ডুমুরিয়া উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি। ডুমুরিয়া উপজেলার সকল মসজিদে এই সন্ত্রাসী সাদপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ করা এবং এককভাবে সকল মসজিদে উলামায়ে কেরামের অধিনে শুরায়ী নজমের কার্যক্রম পরিচালনা নিশ্চিত করা। স্মারকলিপি প্রধান শেষে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানার সাথে এ বিষয় নিয়ে আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com