বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন

ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন সাতক্ষীরা শাখার সম্মেলন মহিউদ্দীন মাহমুদ সভাপতি কামাল উদ্দীন সেক্রেটারী নির্বাচিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার \ “মানবতার কল্যানে ব্যবসা” এ স্লোগানকে ধারন করে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডবলুএফ) সাতক্ষীরা শাখার ২০২৫—২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুর ১টায় ইটাগাছা আল কোরআন একাডেমির কনফারেন্স হলে (আইবিডবলুএফ) এর ব্যবসায়ীদের মতবিনিময় সভায় এ কমিটি ঘোষণা করেন (আইবিডবলুএফ) এর কেন্দ্রীয় সভাপতি মুহাঃ শহিদুল ইসলাম। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মহিউদ্দীন মাহমুদ। কমিটির অন্যান্য পদে যারা আছেন সহ—সভাপতি আব্দুস সুবহান, আবুল কাশেম ও মাসুম বিল্লাহ, সেক্রেটারি মোঃ কামাল উদ্দীন, সহ—সেক্রেটারী মোঃ মোস্তাফিজুর রহমান ও আলমগীর হোসেন পিন্টু, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, কোষাধ্যক্ষ সম্পদক মোঃ ইমরান হোসেন, অফিস সম্পাদক নাজমুল হোসেন, সমাজ কল্যান সম্পাদক নাহিদ হাসান, প্রচার সম্পাদক আব্দুল হান্নান, প্রকাশনা সম্পদক মনিরুল ইসলাম, ক্রীড়া সম্পদক জাকারিয়া হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সালাউদ্দীন, পাঠাগার সম্পদক আব্দুল্লাহ আল মামুন, সাহিত্য সম্পদকরজাহিদুল বাশার, শিক্ষা সম্পদক শাহজাহান আলী। কমিটির কার্যকরী পরিষদের সদস্যরা হলেন ব্যবসায়ী আব্দুল মজিদ ময়না, সাইফুল্লাহ, আব্দুর রব, আব্দুর রশিদ, আবু ইসলাম, সৈয়দ কামালুদ্দীন, রাজু আহম্মেদ, এহসানুল হক, মফিজুল ইসলাম, কে এম আবু মুছা, সুলতান মাহমুদ। ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মহিউদ্দীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন (আইবিডবলুএফ) এর কেন্দ্রীয় সভাপতি মুহাঃ শহিদুল ইসলাম। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন (আইবিডবলুএফ) এর খুলনা অঞ্চল পরিচালক খান মোশাররফ হোসেন, বিশিষ্ট সমাজ সেবক, ডা. আবুল কালাম বাবলা, ভোমরা কাস্টমস সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মোঃ আবু হাসান। সম্মেলনে অন্যান্যের মধ্যে ব্যবসায়ী সাইফুল ইসলাম, আব্দুস সোবহান, সুদর্শন কুমার পাড়, সুজন বিশ্বাস, বিধান চন্দ্র রায়, দ্বীনো বন্ধু দাশ, বাবু রুপায়ন হাজরা, কেশব সাধু, বিশ্বজিত কুমার সাধুসহ শতাধিক সফল ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছা জানান প্রধান অতিথি। অনুষ্ঠানে আট শতাধিক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com