এফএনএস: বাংলাদেশে একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়। এতে এ বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে প্রাণ হারালেন ৫৭২ জন মানুষ। গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৮ জন রোগী। এতে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ এক হাজার ১৬ জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববারসকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যে দুজন মারা গেছেন, তাদের একজন ঢাকা বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রোববারসকাল পর্যন্ত একদিনে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৬ জন, ঢাকা বিভাগে ২৩ জন, ময়মনসিংহে চার জন, চট্টগ্রামে ২৭ জন, খুলনায় ২০ জন, রাজশাহী বিভাগে ১৪ জন এবং বরিশাল বিভাগে ১৪ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৬৮৩ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ২৭৯ জন; আর ৪০৪ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৬০ হাজার ৬৬৪ জন ঢাকার বাইরের। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৩৫২ জন। ডিসেম্বরের ২৯ দিনে ডেঙ্গু আক্রান্ত ৯ হাজার ৫৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, আর মৃত্যু হয়েছে ৮৪ জনের। এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। সে মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। এক মাসে সবচেয়ে বেশি, ১৭৩ জনের মৃত্যু হয়েছে নভেম্বরে। ওই মাসে ২৯ হাজার ৬৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।