এফএনএস: শেরপুর সদরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হন। গতকাল রোববারবেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের টিটিসি’র সামনে জোড়া পাম্প এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববারসকালে যাত্রীবাহী সিএনজিচালিত একটি অটোরিকশা নকলা থেকে শেরপুর শহরের দিকে আসছিল। অটোরিকশাটি টিটিসি মোড়ের জোড়া পাম্প এলাকায় পেঁৗছালে কুড়িগ্রামের রৌমারী থেকে আসা রিফাত পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ৫ জন মারা যান। গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই পাঁচজন, পরে হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, নিহত সবাই অটোরিকশার যাত্রী। বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।