শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন

বায়ুদূষণে ঢাকার অবস্থান ৩য়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: বিশ্বের ১২৬টি শহরের মধ্যে গতকাল রোববার বায়ুদূষণে শীর্ষস্থানে রয়েছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাতার। আইকিউএয়ারের বাতাসের মান সূচকে এসময় উলানবাতারের স্কোর ৪২৭। বায়ুর এই মান ‘দুর্যোগপূর্ণ’ ধরা হয়। ২৮১ স্কোর নিয়ে ২য় স্থানে অবস্থান করে মিশরের রাজধানী কায়রো। বাতাসের মানসূচকে যা ‘খুবই অস্বাস্থ্যকর’। অন্যদিকে ২৪৮ স্কোর নিয়ে তালিকার ৩য় স্থানে অবস্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই স্কোরকেও ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। গতকাল রোববার সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের এই তথ্য তাদের ওয়েবসাইটে হালনাগাদ করে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে। বায়ুদূষণে ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ অবস্থানে যথাক্রমে ভারতের কলকাতা, নেপালের রাজধানী ঢাকা ও ভারতের রাজধানী দিল্লি অবস্থান করছে। শহর ৩টির স্কোর যথাক্রমে ১৯৫, ১৮৬ ও ১৮৩। এই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। আইকিউএয়ার পরামর্শ ঢাকার বায়ুদূষণ থেকে বাঁচতে আইকিউএয়ার যে পরামর্শ দিয়েছে, তার মধ্যে আছে ঘরের বাইরে গেলে সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের মাস্ক পরতে হবে। এ ছাড়া ঘরের বাইরে ব্যায়াম না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com