শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন

‘আবার এলো বিপিএল’ অপেক্ষার পালা শেষ, জুলাই বিপ্লবের প্রেরণায় আজ মাঠে গড়াবে বিপিএল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

ক্রিকেট উদ্দীপনা—উন্মাদনার মধ্য দিয়ে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি—টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসর। উদ্বোধনী ম্যাচের টিকিট সংগ্রহের জন্য সমর্থকদের আগ্রহের মাত্রাই বলে দিচ্ছে বিপিএলের ১১তম আসর নিয়ে কতটা উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমিরা। টিকেটের জন্য গতকাল রোববার সকাল থেকেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলো সমর্থকরা। কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও টিকেট সংগ্রহের কোন তথ্য পাননি তারা। বিসিবি অবশ্য জানিয়েছে, মধুমতি ব্যাংক পিএলসির সাত মনোনীত শাখা থেকে এবং অনলাইন বুথ থেকে টিকেট কেনা যাবে। ৫০ দিনব্যাপী বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও নবাগত দুর্বার রাজশাহী। ম্যাচটি শুরু হবে আজ দুপুর দেড়টায়। দিনের আরেক ম্যাচে সন্ধ্যা ৭টায় মাঠে নামবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। দু’টি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। টুর্নামেন্টের অন্য দুই ভেন্যু— চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ঢাকা পর্ব থেকে বিপিএল শুরুর পর সিলেটে হবে দ্বিতীয় পর্ব। ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত সিলেটে হবে ১২টি ম্যাচ। এরপর ১৬ থেকে ২৩ জানুয়ারি চট্টগ্রাম পর্বে হবে ১২টি ম্যাচ। বিপিএলের শেষ পর্ব হবে মিরপুরে। ২৬ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত লিগ পর্বসহ প্লে—অফ ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বিপিএলকে নতুনভাবে শুরুর লক্ষ্য নিয়ে ইতোমধ্যে যুব উৎসব অনুষ্ঠান, মাসকট উন্মোচন এবং তিনটি ভেন্যুতে মিউজিক ফেস্টের আয়োজন করেছে বিসিবি। একনজরে দেখে নেওয়া যাক বিপিএল দলগুলো—

ঢাকা ক্যাপিটালস :
স্থানীয় খেলোয়াড় : তানজিদ হাসান তামিম, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, হাবিবুর রহমান সোহান, আবু জায়েদ চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাত হোসেন দিপু।
বিদেশি খেলোয়াড় : থিসারা পেরেরা, জনসন চার্লস, স্টিফেন এসকোনজাই, চাতুরাঙ্গা ডি সিলভা, জাহুর খান, শাহনেওয়াজ দাহানি, রিয়াজ হাসান, আমির হামজা, ফারমানুল্লাহ সাফি, জিন পেইরা কোৎজি, শুভহাম শুভাশ রানজানা।

সিলেট স্ট্রাইকার্স :
স্থানীয় খেলোয়াড় : মাশরাফি বিন মর্তুজা, জাকের আলী অনিক, জাকির হাসান, তানজিম হাসান সাকিব, মেহেদি হাসান সোহাগ, টিপু সুলতান ও জাওয়াদ আবরার, রনি তালুকদার, আল—আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম।
বিদেশি খেলোয়াড় : পল স্ট্রার্লিং, জর্জ মুনসি, রাকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি, অ্যারন জোন্স ও জন রোস জাগেসার।

রংপুর রাইডার্স :
স্থানীয় খেলোয়াড় : নুরুল হাসান সোহান, আজিজুল হাকিম তামিম, মাহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম রাব্বি, তৌফিক খান তুষার।
বিদেশি খেলোয়াড় : অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, ইফতেখার আহমেদ, আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্পার ও স্টিভেন টেইলর।

দুর্বার রাজশাহী :
স্থানীয় খেলোয়াড় : এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, জিসান আলম, ইয়াসির আলী রাব্বি, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, মেহরাব হোসেন, আকবর আলী, মিজানুর রহমান, হাসান মুরাদ, শফিউল ইসলাম ও মোহর শেখ।
বিদেশি খেলোয়াড় : মোহাম্মদ হারিস, সাদ নাসিম, লাহিরু সামারাকুন, আরাফাত মিনহাজ, রায়ান বার্ল ও সালমান মির্জা।

ফরচুন বরিশাল :
স্থানীয় খেলোয়াড় : তাওহিদ হৃদয়, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, এবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম, প্রিতম কুমার ও ইকবাল হোসেন ইমন।
বিদেশি খেলোয়াড় : জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, কাইল মায়ার্স, নান্দ্রে বার্গার, ডেভিড মালান, মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ, মোহাম্মদ আলী, খান জাহানবাদ, মোহাম্মদ ইমরান ও শাহিন শাহ আফ্রিদি।

খুলনা টাইগার্স :
স্থানীয় খেলোয়াড় : মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোহাম্মদ নাইম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয় ও রুবেল হোসেন।
বিদেশি খেলোয়াড় : ওশান থমাস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি ও সালমান ইরশাদ।

চিটাগং কিংস :
স্থানীয় খেলোয়াড় : সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, অ্যালিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস জাভেদ, শেখ পারভেজ জীবন, মার্শাল আইয়ুব, নাবিল সামাদ ও ইরফান হোসেন।
বিদেশি খেলোয়াড় : মঈন আলী, উসমান খান, হায়দার আলি, অ্যাঞ্জেলো ম্যাথুজ, মোহাম্মদ ওয়ানিস জুনিয়র, গ্রায়েম ক্লার্ক, টমাস ও’কর্নেল, বিনুরা ফার্নান্দো, খাজা নাফি, লাহিরু মিলান্থা, জুবাইরুল্লাহ আকবারি, মোহাম্মদ হুসেন তালাত ও আলি রেজা।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com