শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন

অবশেষে জানা গেলো বিপিএল টিকেটের মূল্য

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

আজ থেকে অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি—টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসরের টিকেটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকেটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ২শ’ টাকা এবং সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা। অনলাইনের মাধ্যমেও টিকেট কিনতে পারবে ক্রিকেটপ্রেমিরা। অনলাইনের ওয়েবসাইটটি হলো— িিি.মড়নপনঃরপশবঃ.পড়স.নফ মধুমতি ব্যাংকের সাতটি মনোনিত শাখায় পাওয়া যাবে এবারের ম্যাচ টিকেট। শাখাগুলো হলো— মিরপুর (মিরপুর—১১), মতিঝিল (ঢাকা চেম্বার বিল্ডিং), উত্তরা (জসিমউদ্দিন রোড), গুলশান (গুলশান ১ ও ২ এর মাঝামাঝি), ধানমন্ডি (পুরাতন রোড ২৭), কামরাঙ্গীর চর এবং ভিআইপি রোড (পল্টন স্কাউট বিল্ডিং)। গ্র্যান্ড স্ট্যান্ডের (উপর ও নিচের) টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি উত্তর (মিডিয়া ব্লক) ১ হাজার টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লকব) ৮শ’ টাকা, ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক) ১ হাজার টাকা, ক্লাব হাউস সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) এবং ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড) ৫শ’ টাকা, সাউদার্ন ও নর্দার্ন গ্যালারি ৩শ’ টাকা, ইস্টার্ন গ্যালারি ২শ’ টাকায় টিকেট পাওয়া যাবে। এছাড়াও ক্লাব হাউস সাউথ—শহীদ মুশতাক স্ট্যান্ডে (জিরো ওয়েস্টজোন) ৩শ’ সিটের প্রতি টিকেট মূল্য ৬শ’ টাকা ধরা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com