শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন

একাদশ নির্বাচন নিয়ে চিন্তিত নয় তামিম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

তারকায় ঠাসা স্কোয়াড সাজিয়েছে ফরচুন বরিশাল। শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে দলটির স্কোয়াড পারফর্মারে ভরপুর। তাতে একাদশে কাকে রেখে কাকে খেলাবে সবার যখন এই ভাবনা, অধিনায়ক তামিম ইকবাল তখন নির্ভাবনায়, স্বস্তিতে। তামিম জানিয়েছেন, একাদশে কারা সুযোগ পাবেন তা ইতোমধ্যে চূড়ান্ত। নাজমুল হোসেন শান্তকে ওপেনিংয়ে তার সাথে দেখা যেতে পারে, দিয়েছেন এমন আভাস। তাই ঘুম হারামের মতো কিছু নেই একাদশ সাজানো নিয়ে। তামিম বলেন, ‘না না। আমি জানি কে খেলছে। ঘুম হারাম হচ্ছে না।’ চ্যাম্পিয়ন হতে ভাগ্যও লাগে, তামিম তা ভালো করেই জানেন। তার ভাষায়, ‘গতবার একটু বেশি চাপে ছিলাম। সবসময় বাদ পড়ার চেয়ে এক ম্যাচ দূরে ছিলাম। আপনি বিশ্বের সেরা দল বানিয়েও চ্যাম্পিয়ন না—ও হতে পারেন। এটা ওপর থেকে আসে, কপালেও থাকতে হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ট্রফি জিততে চাই।’ তামিমও মানছেন, শক্তির দিক দিয়ে বরিশাল এবার শীর্ষ দলের একটি। তবে আসরের মাঝপথে দেখছেন চ্যালেঞ্জও। তিনি বলেন, ‘গতবার আমরা তিন নম্বরে ছিলাম কাগজে—কলমে। কুমিল্লা ও রংপুরের পর, কিন্তু আমরাই চ্যাম্পিয়ন হয়েছি। এবার এক বা দুই নম্বরে হয়ত আমরা থাকব। যেভাবে আমরা দল সাজিয়েছি… যতটুকু পারছি গ্যাপ ফিলআপ করার চেষ্টা করছি। চ্যালেঞ্জ হবে ৭—৮ ম্যাচ পর। খেলোয়াড়রা আসা—যাওয়ার মধ্যে থাকবে। তখন সব দলের জন্যই চ্যালেঞ্জ হবে। যারা ঐ গ্যাপ ভালো করে পূরণ করতে পারবে ওরা এগিয়ে যাবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com