শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

বুমরাহর রেকর্ডের দিন, বড়ো লিডের পথে অজিরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

ভারতের পেসার জসপ্রিত বুমরাহ রেকর্ডের দিন সিরিজের চতুর্থ টেস্টের চতুর্থ দিন শেষে ১ উইকেট হাতে নিয়ে ৩৩৩ রানে এগিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসের অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাবে ৩৬৯ রানে গুটিয়ে যায় ভারত। ১০৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ৯ উইকেটে ২২৮ রান করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট শিকার করে টেস্ট ক্যারিয়ারে ২শ উইকেট পূর্ণ করে রেকর্ড বইয়ে নাম তুলেছেন বুমরাহ। প্রথম ইনিংসেও ৪ উইকেট নিয়েছিলেন তিনি। মেলবোর্নে নিজেদের প্রথম ইনিংসে নিতিশ কুমার রেড্ডির সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ৩৫৮ রান করেছিলো ভারত। ১ উইকেট হাতে নিয়ে ১১৬ রানে পিছিয়ে ছিলো টিম ইন্ডিয়া। ১০৫ রান নিয়ে শুরু করে চতুর্থ দিন ব্যক্তিগত ১১৪ রানে অস্ট্রেলিয়ার স্পিনার ন্যাথান লিঁওর বলে আউট হন নিতিশ। ভারতের ইনিংস শেষ হয় ৩৬৯ রানে। নিতিশের ১৮৯ বলের ইনিংসে ১১টি চার ও ১টি ছক্কা ছিলো। ৪ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ সিরাজ। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ৮৯ রানে, স্কট বোল্যান্ড ৫৭ রানে এবং লিঁও ৯৬ রানে ৩টি করে উইকেট নেন। ১০৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারতের দুই পেসার বুমরাহ ও সিরাজের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। ৯১ রানে ৬ উইকেট হারায় অসিরা। এসময় স্যাম কনস্টাস ৮, ট্রাভিস হেড ১, মিচেল মার্শ শূন্য ও অ্যালেক্স ক্যারি ২ রানে বুমরাহর শিকার হন। হেডকে আউট করে টেস্ট ক্যারিয়ারের ৪৪তম টেস্টে ১৯.৫১ গড়ে ২শ উইকেট পূর্ণ করেন বুমরাহ। টেস্ট ইতিহাসে এত কম গড়ে বিশ্বের কোন বোলার ২শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করতে পারেননি। বিদেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটও এখন বুমরাহর দখলে। এছাড়াও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এখন পর্যন্ত ২৩টি উইকেট শিকার করেছেন বুমরাহ। এই ভেন্যুতে সর্বশেষ ১১০ বছরের ইতিহাসে সফরকারী বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক বুমরাহ। বুমরাহর তোপ সামলে অস্ট্রেলিয়াকে লড়াইয়ে ফেরান মার্নাস লাবুশেন ও অধিনায়ক প্যাট কামিন্স। সপ্তম উইকেটে ৫৭ রান যোগ করেন তারা। কামিন্স ৪১ ও লাবুশেন ৭০ রানে আউট হবার পর ১৭৩ রানে নবম উইকেট পতনে ২শর নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে অস্ট্রেলিয়া। কিন্তু শেষ উইকেটে ১১০ বলে ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করেছেন লিঁও ও বোল্যান্ড। লিঁও ৪১ ও বোল্যান্ড ১০ রানে অপরাজিত আছেন। বুমরাহ ৫৬ রানে ৪টি ও সিরাজ ৬ রানে ৩ উইকেট দখল করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com