এফএনএস: মানিকগঞ্জে পৃথক স্থান থেকে দুই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। গতকাল সোমবার সকালে সদর উপজেলার নারাঙ্গাই এলাকার ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের (এনপিআই) সামনে পিঠার দোকান থেকে একটি লাশ উদ্ধার করা হয়। এছাড়া সদর উপজেলার জাগীর ইউনিয়নের পুলিশ ক্যাম্প এলাকার মান্নান মোল্লার ভাড়াবাড়ি থেকে আরও এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পিঠার দোকানের মালিক মো. শহিদ বলেন, গত রোববার সন্ধ্যার দিকে অপরিচিত এক ব্যক্তিকে আমার দোকানের পাশ দিয়ে ঘোরাঘুরি করতে দেখেছিলাম। পরে রাত ১০টার দিকে আমি দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। দোকানের চারপাশ খোলা থাকায় রাতে মনে হয় ওই ব্যক্তি দোকানের ভেতরে এসে ঘুমিয়েছিল। অপরদিকে পুলিশ ক্যাম্প এলাকার বাসিন্দা রিপন মিয়া বলেন, মরদেহের দুর্গন্ধ এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশ এসে মান্নান মোল্লার ভাড়াবাড়ি থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে। এর আগে গত ২২ ডিসেম্বর ওই অজ্ঞাত ব্যক্তিসহ তিনজন মান্নান মোল্লার ভাড়াবাড়ির একটি ইউনিট ভাড়া নেন। মালিকপক্ষ তাদের ঘর বুঝিয়ে দেওয়ার পরদিন থেকে ওই বাসায় তালা ঝুলছিল। মৃত ব্যক্তি বাসা ভাড়া নেওয়া ব্যক্তিদের একজন। ভাড়া নেওয়া বাসাটি থেকেই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। বাসা ভাড়া নেওয়ার সময় বাড়ির মালিককে কোনো জাতীয় পরিচয়পত্র জমা না দেওয়ায় তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ বলেন, পৃথক দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।