রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০১:০৬ অপরাহ্ন

কালিগঞ্জে আইন—শৃঙ্খলা ও চোরাচালন প্রতিরোধ কমিটির মাসিক সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে আইন—শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে তারই সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন—আর রশিদ, সমাজসেবা কর্মকর্তা সহিদুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা ইমরান, উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, শেখ সাইফুল বারী সফু, সুকুমার দাশ বাচ্চু, শেখ আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভিন, সীমান্ত এলাকার বিভিন্ন বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারসহ সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় ২০২৪ সালের আইন—শৃঙ্খলার সার্বিক উন্নয়ন ও পর্যালোচনাসহ ২০২৫ সালকে সামনে রেখে উপজেলা এলাকার আইন—শৃঙ্খলা উন্নয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে রাত ১০টার পর চায়ের দোকান গুলো বন্ধ ও ক্রামবোর্ড খেলা বন্ধসহ বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। থার্টি ফাস্টর্ নাইট উদযাপন কোন বিশৃঙ্খলা যাতে না হয় সে বিষয়ে প্রশাসন কঠোর তদারকী ও নজরদারি করবে বলে সভায় জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com