বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে পীর—এ কামেল বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মোজাদ্দেদ, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক, প্রখ্যত সাহিত্যিক, সমাজ সেবক, আত্মাধিক সাধক, সমাজ সংস্কারক, জ্ঞান তাপস, মুসলিম রেনেঁসার অগ্রদুত, মুক্তবুদ্ধি ও অসা¤প্রদায়িক চিন্তা—চেতনার অধিকারী, মনোচিকিৎসক, ঐতিহাসিক, দার্শনিক সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর ৬১ তম ৩ দিন ব্যাপী বার্ষিক ওরছ শরীফ আগামী ২৬, ২৭ ও ২৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ এবং ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি ২০২৫ খিস্টাব্দ, রোজ— রবি, সোম ও মঙ্গলবার উদযাপন উপলে্কষ ৩০ ডিসেম্বর সোমবার বেলা ১১ টায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যব্স্থাপনায় পাক রওজা শরীফ প্রাঙ্গণে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের মিশনের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ আফতাবুজ্জামানের সভাপতিত্বে ও কর্মকর্তা শিক্ষক আলহাজ্ব আবুল ফজলের সঞ্চালনায় অনুষ্ঠিত পরামর্শ সভায় উপস্থিত ছিলেন ইরানী কালচার সেন্টারের কর্মকর্তা ও বিশিষ্ট লেখক ও গভেষক ড. মোঃ জহির উদ্দীন, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক কাজী আলী আযম, সহ—সভাপতি আলহাজ্ব মোঃ সাইদুর রহমান, গাজীপুর আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব সনোয়ার হোসেন, পাক রওজা শরীফের খাদেম আলহাজ্ব মোঃ আঃ রাজ্জাক, নলতা এ.এম.আর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মাদ আব্দুল্লাহ, আহছানিয়া মিশনের কর্মকর্তা রফিকুল ইসলাম বাচ্চু, নলতা আহছানিয়া মিশন দারুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রমিজ উদ্দীন, হাফেজ হাবিবুর রহমান, আহছানিয়া মিশনের সহ—সম্পাদক আলহাজ্ব মালেকুজ্জামান, পীর সাহেবের আওলাদ সহ উপস্থিতি ছিলেন দেশের বিভিন্ন জেলার আহছানিয়া মিশনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য, এলাকার আমন্ত্রিত দানবীররা।