স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় নারী সুরক্ষা ফোরামের বার্ষিক শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। এ্যাকশন ফর রুলার অ্যাডভান্সমেন্টের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আরা সাতক্ষীরা বাস্তবায়নে নারী সুরক্ষা ফোরামের বার্ষিক শেয়ারিং সভা সোমবার সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলার কনফারেন্স রুমে আরা সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজের সভাপতিত্বে ও আরা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমাদ। তিনি বলেন, নারীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করতে হবে। নারীরা আর পিছিয়ে নেই পুরুষের পাশাপাশি এগিয়ে যাচ্ছে। বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইভটিজিং সমাজে মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। ইভটিজিং প্রতিরোধের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিতে হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করতে হবে। আমরা সকলেই ঐক্যবদ্ধ হলে যেকোন কাজ সহজ হয়। কোন নারীর যাতে নির্যাতিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা সকলেই ভালো কাজ করব যাতে দেশ এগিয়ে যায়। আরা সংস্থার সার্বিক কল্যাণ কামনা করছি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ, উপ—সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আরাফাত হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আরা সংস্থার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান, পৌর নারী ফোরামের উপদেষ্টা প্রভাষক দিলারা আক্তার, পৌরসভার ইন্সপেক্টর মোঃ ইদ্রিস আলী, আরা প্রকল্প সমন্বয়কারী আব্দুর রশিদ, সুলতান মাহমুদ, রুমা, মানসুরা, ফরিদা, রেহানা, আফরোজা, রুপা,নাজমা প্রমূখ। এছাড়া আরা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা—কর্মচারী ও নারী সুরক্ষা ফোরামের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।