সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লেখাপড়া থেকে ছিটকে পড়ছে বিপুল সংখ্যক শিক্ষার্থী সরকারি বিভিন্ন দপ্তর এডিপি বাস্তবায়নে পিছিয়ে পড়ছে ৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণ বাতিল তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায় বহাল রুমে দেওয়া ছারপোকা মারার ওষুধের গ্যাসে প্রাণ গেলো ২ শ্রমিকের সিরাজগঞ্জে জোড়া খুনের মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড হাই কোর্টের এক বেঞ্চ ‘কাগজমুক্ত’, বিচারক বললেন ‘নতুন যুগ’ যশোরে ঘন কুয়াশায় বাস—থ্রি হুইলার সংঘর্ষে নিহত ১, আহত ৯ মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় প্রশ্নবিদ্ধ হলে অগ্রসরমাণ বাংলাদেশ প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হবে: ড. কামাল সাগরে হবে বিনিময়: দেশে ফিরছেন ৯০ জেলে, ভারতে ফিরবেন ৯৫ জন

কেশবপুর বুড়িহাটী সরলা স্মৃতি গ্রন্থাগার ও বৈদ্যনাথ রায় স্মৃতি পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার নগদ অর্থ সনদ বই বিতরণ অনুষ্ঠান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

কেশবপুর ব্যুরো \ কেশবপুর বুড়িহাটী সরলা স্মৃতি গ্রন্থাগার বৈদ্যনাথ রায় স্মৃতি পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট এবং বই বিতরণ অনুষ্ঠান ৩০ ডিসেম্বর ২৪ইং বিকাল ৪টা সময় অনুষ্ঠিত হয়েছে। বুড়িহাটী সরলা স্মৃতি গ্রন্থাগার বৈদ্যনাথ রায় স্মৃতি পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট এবং বই বিতরণ অনুষ্ঠান। প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন মিজানুর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও পরিচালক বৈদনাথ রায় স্মৃতি পরিষদ ও সরলা গ্রন্থাগার রীতা ব্রক্ষ, বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন বিশিষ্ট গবেষক ও কবি খসরু পারভেজ,দীপক রায় এডভোকেট সুপ্রিম কোর্ট,কামাল হোসেন প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত কাকিলাখালী ম্যাধমিক বিদ্যালয়, সুজায়ে হোসেন প্রধান শিক্ষক কাবিলপুর সরঃপ্রাথঃবিঃ রোকসানা পারভীন সঃ শিঃ হাসানপুর সরঃ প্রাঃ বিঃ মোস্তাফিজুর রহমান সরঃপ্রাঃবিঃ,সাজ্জাদ হোসেন,তরিকুল ইসলাম,সাবিনা ইসলাম, আঃহালিম প্রতাপপুর সঃপ্রাঃ বিঃ, আলমগীর হোসেন,সাংবাদিক নাছির উদ্দীন, পুতুল দাস,গোবিন্দ পাল,সাংবাদিক আঃ সালাম মুরর্শিদী, উক্ত সাংস্কৃতিক ও প্রতিযোগিতা বৃক্তি ও পুরস্কার এবং বই বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানের ১০ জন ছাত্র ছাত্রীরদের মাঝে পুরস্কার ও নগদ অর্থ বই এবং সনদ বিতরণ করেন। অতিথিবৃন্দ বিজয়ী ছাত্র—ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ কালে তাদের ভবিষ্যৎ জীবনের লক্ষ্য পূরণের প্রচেষ্টা, সাবলম্বী হওয়া এবং লেখাপড়ায় অগ্রসরতা প্রসঙ্গে নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন অভিভাবক ও ছাত্র ছাত্রি সুধিজন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com