কালিগঞ্জ প্রতিনিধি \ “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদ্যাপনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবতীর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে তারই সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজসেবা কর্মকর্তা সহিদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম, আকরাম হোসেন, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, শেখ আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠন সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, ছাত্র—সমন্বয়ক রাকিবুজ্জামান রাকিব, আমির হামজা, মারুফ হোসেন, জুলাই কন্যা ছাত্রী—সমন্বয়ক সুকানু শান্তনা প্রমুখ। আলোচনা সভা শেষে ৩৫জন ব্যাক্তিকে সহযোগিতা প্রদান করা হয়।