কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগজ্ঞ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতারণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টায় উপজেলার ভদ্রখালী এলাকার দূস্থ্য, অসহায়, হতদরিদ্র ব্যাক্তিদের মাঝে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য রোকনুজ্জামানের সভাপতিত্বে ইফতার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওঃ আব্দুর রহমান, বিএনপি নেতা হাফিজুর রহমান, লিয়াকত আলী, আবু তাহের, স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন, ছাত্রদল নেতা জাকির হোসেন, রিয়াজুল, ওমর ফারুক প্রমুখ। ইফতার বিতরণ অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাডঃ শেখ আব্দুস সাত্তারসহ সকল রাজবন্দীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়।