মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন

দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

দেবহাটা অফিস \ দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন গতকাল বিকালে টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে কর্মীসভা জনসভার রুপ ধারণ করে। দেবহাটা সদর ইউনিয়নের বর্ষিয়ান বিএনপির নেতা আ: সাত্তারের সভাপতিত্বে উক্ত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়কদের টিম প্রধান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: মাসুম বিল্লাহ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন মেম্বর, মোখলেছুর রহমান মুকুল, হাসান সরাফি, এ্যাড: জাহাঙ্গীর কবির বাবু, আলতাপ হোসেন, স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন সাধারণ সম্পাদক আ: কাদের মোড়ল, বিএনপি নেতা আবু সালেক, রফিকুল ইসলাম মন্টু মেম্বর, আইয়ুব হোসেন, আব্দুল্লাহ আলী রেজা প্রমুখ। বক্তারা বলেন বিগত পতিত ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের সময়ে নির্যাতিত, হামলা মামলা ও জেলা জুলুমের শিকার নেতাকর্মীদেরকে আগামী দিনগুলোর জন্যও দলকে এগিয়ে নিতে, ঐক্য বজায় রাখতে ভূমিকা রাখতে হবে। সবধরনের বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হয়ে শহীদ জিয়ার উন্নয়নের রাজনীতিতে জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com