মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৪:০০ অপরাহ্ন

রাতে হতদরিদ্রদের ঘরে ঘরে কম্বল নিয়ে উপস্থিত হলেন দেবহাটা নির্বাহী অফিসার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

দেবহাটা অফিস \ দেবহাটার প্রত্যন্ত অঞ্চল, কনকনে শীতের রাত, ঘন কুয়াশার অতি অন্ধকর পরিবেশ ছিন্নমুল হতদরিদ্র মানুষ গুলো আধা কাচা পাকা, আবার বেড়ার খড়ের ছাউনির ঘরে শীত কষ্টে অবস্থান করছে এমন সময় উপজেলা সদরের পাপড়াতলা এলাকা, বিলকোলাস, কলেজ সংলগ্ন বেলতলা, ডরমেটরী পাশ্ববর্তী গ্রাম গুলো দেবহাটা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান উপস্থিত হলেন কম্বল নিয়ে। সঙ্গে আছেন সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, নির্বাহী অফিসারের ডাকে গৃহ স্বামী এবং বৃদ্ধা মহিলারা কম্বল পেয়ে অশ্রম্নসিক্ত হলেন, দোয়া করলেন নির্বাহী অফিসারকে। নির্বাহী অফিসারের কম্বল নিয়ে আগমনের খবরে ইতিমধ্যে শীতার্ত মানুষের ক্রমান্বয়ে উপস্থিতি ঘটতে থাকে। তিনি দুঃস্থ, অসহায়, হতদারিদ্রদের ঘরে ঘরে যেয়ে কম্বল দিতে থাকেন। নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান বললেন সরকার গরীব শীতার্তদের জন্য কম্বল দিয়েছেন, আমি আপনাদের হাতে পৌছে দিলাম। সন্ধ্যা ছয়টা হতে গভীর রাত পর্যন্ত নির্বাহী অফিসার শীতের মধ্যে কম্বল বিতরণের মধ্য দিয়ে উল্লেখযোগ্য সংখ্যক কম্বল পেলেন হতদরিদ্ররা। রাতের অন্ধকারে কম্বল বিতরণ এবং প্রকৃত হতদরিদ্রদের হাতে পৌছানোর ঘটনায় দৃশ্যত: অতি মানবিক এবং পবিত্রতার সাথে দায়িত্ব পালন করলেন দেবহাটা নির্বাহী অফিসার এমন মনে করছেন গরীব, অসহায়, দুঃস্থ কম্বল প্রাপ্তরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com