কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শুরুতে প্রজেক্টরের মাধ্যমে তামাকজাত দ্রব্যের উপর ক্ষতিকর বিষয়ে ভিডিও চিত্র উপস্থাপন করেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সোবহান। পরে উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গোলাম মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা আব্দুলাহ আল-মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন ও নিয়াজ কওছার তুহিন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডলসহ ইউপি সদস্য ও সাংবাদিকবৃন্দ।