মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০২:৫১ অপরাহ্ন

ঘন কুয়াশায় ঢাকা—মাওয়ায় পৃথক দুর্ঘটনায় নিহত ৪

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

এফএনএস: ঢাকা—মাওয়া এক্সপ্রেসওয়েতে সিরাজদিখান ও শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় চার জন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। গত বৃহস্পতিবার রাতে ঘন কুয়াশায় এই এক্সপ্রেসওয়ের সিরাজদিখানের নিমতলীতে দাঁড়িয়ে থাকা মাওয়াগামী কাভার্ডভ্যানে পেছনে যাত্রীবাহী আব্দুল্লাহ পরিবহনের মিনি বাসের ধাক্কায় বাসের হেল্পার জীবন শেখ ও যাত্রী রায়হান নিহত হন। এই ঘটনায় কমপক্ষে ১০ যাত্রী আহত হন। হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, থেমে থাকা কাভার্ডভ্যানে সজোরে ধাক্কা দেওয়া বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত হেলপার ও এক যাত্রীকে মৃত ঘোষণা করেন। অমিত নামের আরেক যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় ঢাকার মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়। আর চার জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের ছেড়ে দেওয়া হয় বলে জানান চিকিৎসক। এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর হাঁসাড়ায় অন্য একটি বাস দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। তাদের পরিচয় পাওয়া যায়নি। লাশ দুটি হাঁসাড়া হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ক্যামেলিয়া সরকার। ওসি আব্দুল কাদের জিলানী জানান, ঘন কুয়াশায় অজ্ঞাত গাড়ির ধাক্কার পূর্বাশা পরিবহন বাসটির ২ যাত্রী নিহত হয়েছে। ভোর সাড়ে ৪টার দিকে শ্রীনগরের হাঁসাড়া এলাকার ঢাকাগামী সার্ভিস লেনের সড়কে এই ঘটনা ঘটে। প্রথমে তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। লাশ মিটফোর্ড হাসপাতাল রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com