বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীর উপর নির্মিতব্য নওয়াবেঁকী-পাখিমারা ফেরিঘাট ও পদ্মপুকুর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত বেঁড়িবাধ পরিদর্শন করা হয়েছে। গতকাল বেলা ১২ টায় সড়ক ও জনপথ বিভাগের বাস্তবায়নে পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের জনসাধারণের চলাচলের সুবিধার্থে ও সহজে উপজেলায় যাওয়া-আসার সুবিধার্থে নির্মিতব্য নওয়াবেঁকী-পাখিমারা ফেরিঘাট ও পদ্মপুকুর ইউনিয়নে ৭/১ পোল্ডারে পাখিমারা ওয়াবদার ক্ষতিগ্রস্ত বেঁড়িবাধ পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এ সময় তিনি বলেন, নওয়াবেঁকী-পাখিমারা ফেরিঘাট চালু হলে অত্র এলাকার স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা নওয়াবেঁকী বাজারসহ কলেজে আসা যাওয়া করতে পারবে, অত্র এলাকার জনসাধারণ সহ রোগীরা উপজেলা সদরে যাওয়ার যোগাযোগ সহজ হবে। এছাড়াও টেকসই বেড়িবাঁধ নির্মাণের ফলে গাবুরা ও পদ্মপুকুরে প্রাকৃতিক দুর্যোগের সময় জনসাধারণের জানমাল রক্ষা পাবে। তিনি সংশ্লিষ্ট ঠিকাদারকে কাজ সঠিকভাবে দ্রুত শেষ করার জন্য আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদ-উজ-জামান সাঈদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জি এম সালাউদ্দিন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম প্রমূখ।