বিশ্ব মুসলিম স¤প্রদায়ের অন্যতম ধর্মীয় স্তম্ভ রোজা চলছে। পবিত্র রমজান মাসের রোজা মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে। রোজা বলতে সাধারনত দিনে আহার না করাকে বলা হলেও দৃশ্যতঃ ইসলামের শরিয়ত অনুযায়ী দিনের বেলায় পানাহার হতে বিরত থাকার পাশাপাশি সব ধরনের হিংসা, বিরোধ, বিভাজন, অন্যায় কাজ হতে দুরে থাকায় এক কথায় সংযম এর অন্যতম মাধ্যম হলো রোজা। লোভ নয়, ত্যাগই আমাদের তথা মানব জীবনের অন্যতম বাসনা হওয়া উচিত। প্রতিনিয়ত জনসাধারনের জন্য উপকার করা, জনগনের জন্য, মানবতার জন্য বিশেষ করে নিজেকে উৎসর্গ করা মানবতার অন্যতম জয়গান পবিত্র রমজান মাসের দিন গুলোতে আমরা বিশেষ ভাবে আলাহর দয়া, অনুগ্রহ এবং সওয়াব অর্জনে ব্রত হই। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা প্রত্যক্ষ করি এক শ্রেণির অসাধু এবং অনৈতিক ব্যবসায়ীরা পবিত্র রমজান মাসের এবং রোজা শিক্ষাকে বেমালুম ভুলে যেয়ে রোজার মাসেও পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধির অশুভ প্রতিযোগিতায় নেমেছে বা কোন অবস্থাতেই কাম্য নয়। রোজার মাস আলাহর রহমত অর্জনের মাস, রোজার মাস গুনাহ মাফের বিশেষ মাধ্যম হওয়ার বিকল্প নেই। আমরা এই রোজার মাসে তথা রোজার দিন গুলোতে কোন ধরনের ন্যায়, অপরাধ করবো না, পরনিন্দা, করবো না, এতিম, অনাথ, দুঃস্থদের জন্য আত্মনিয়োগ করবো। অসাধু ব্যবসায়ীরা যেন কোন পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধির অশুভ প্রতিযোগিতায় না নামে সে বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে।