বুলাওয়ে টেস্টে জয়ের হাসি হেসেছে আফগানিস্তান। রোমাঞ্চের আভাস দিলেও শেষ পর্যন্ত আর জেতা হয়নি জিম্বাবুয়ের। মাত্র ১৫ বলের মধ্যে স্বাগতিকদের দুই উইকেট তুলে নিয়ে ৭২ রানের অসাধারণ এক জয় পায় আফগানিস্তান। পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য আফগানিস্তানের প্রয়োজন ছিল ২ উইকেট, জিম্বাবুয়ের ৭৩ রান। কিন্তু এদিন আর কোনো রানই করতে পারেনি স্বাগতিকরা। ২৭৮ রানের লক্ষ্য তাড়ায় তারা থামে ২০৫ রানে। আগের দিন জিম্বাবুয়ের আশা হয়ে থাকা ক্রেইগ আরভিন ফিরেছেন ৫৩ রানে। আরভিন রশিদের বলে এলবিডব্লিউ হওয়ার পরই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। এই টেস্টে আফগানদের জয়ের নায়ক রশিদ খান। বোলিংয়ে নতুন রেকর্ড গড়ে ৬৬ রানে নেন ৭ উইকেট। দলটির হয়ে টেস্টের এক ইনিংসে সেরা বোলিংয়ের কীর্তি গড়েছেন তিনি। এ নিয়ে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বার ইনিংসে ৭ উইকেট পেলেন এই তারকা। এর আগে প্রথম ইনিংসে ৯৪ রানে তিনি ৪ উইকেট নিয়েছিলেন। দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট শিকার করেনন রশিদ। প্রথম ইনিংসে আফগানিস্তান করেছিল ১৫৭ রান। জবাবে ২৪৩ রান করে ৮৬ রানের লিড নিয়ে চালকের আসনে চলে গিয়েছিলো জিম্বাবুয়ে। সেখান থেকে রহমত শাহ ও ইসমত আলমের সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। ৩৬৩ রান করে জিম্বাবুয়েকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয় আফগানিস্তান।২৭৮ রানের লক্ষ্যে আগের দিন ৮ উইকেটে ২০৫ রান নিয়ে থেমেছিল জিম্বাবুয়ে। তবে কোনো রান যোগ না করেই তারা গুটিয়ে যায়। চোটের কারণে প্রথম টেস্টে না খেললেও, দ্বিতীয় টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সে আফগানদের জয়ের নায়ক রশিদ খান। ম্যাচসেরা হয়েছেন এই তারকা। সিরিজজুড়ে দুর্দান্ত ব্যাটিং করে সিরিজসেরা হয়েছেন রহমত শাহ।