বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে শিবচন্দ্রপুর (ভেড়ারহাট) এলাকার শতাধিক শীতার্ত, দরিদ্র ও বয়স্ক মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় দুস্থ সেবা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে সংস্থার অস্থায়ী কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংস্থার উপদেষ্টা শিক্ষক আব্দুল কাদের গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন ও বক্তব্য রাখেন উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক এস কে সিরাজ, ইয়াসিন আরাফাত, অত্র সংগঠনের সভাপতি ডাঃ নাসির উদ্দিন, উপদেষ্টা শিক্ষক আব্দুল ওহাব, ইউপি সদস্য আলহাজ্ব আজগর আলী, মোঃ দেলোয়ার হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক পলাশ মণ্ডল, কোষাধক্ষ্য আওছাফুর রহমান প্রমুখ। এ সময় দুস্থ সেবা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বলেন, আমাদের সংগঠনটি দীর্ঘদিন ধরে অসহায়, অসুস্থ, বয়স্ক ও নিরাশ্রয় মানুষকে সহযোগিতা করে আসছে, এছাড়া সামাজিক উন্নয়নমূলক, খেলাধুলা, সাংস্কৃতিক, ওয়াজ মাহফিল সহ বিভিন্ন কর্মকান্ড অব্যাহত রেখেছে। তিনি এ সংগঠনের সর্বাক্ষণিক সহযোগিতা কারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।