স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় র্যাবের অভিযানে ৫০ হাজার জাল টাকা সহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত জালনোট ব্যবসায়ী তালা থানায় খেশরা ইউনিয়নের মোড়াগাছা গ্রামের মৃত জব্বার সরদারের পুত্র আতাউর রহমান ৪৯। র্যাব সূত্রে জানাগেছে, গত ৫ই এপ্রিল বিকালে সাতক্ষীর জেলার তালা থানাধিন মাগুরা এলাকায় জাল নোট তৈরীর সংঘবদ্ধ চক্রের কয়েকজন সদস্য অবস্থান করিতেছিল গোপন সংবাদরে ভিত্তিতে জানতে পেরে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা পুর্বক তালা থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৬ সিপিসি-সাতক্ষীরা কোম্পানী কমান্ডার এক পত্রে এইতথ্য নিশ্চিত করেছেন।