কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থী ও গরীব—অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জামায়াতে ইসলামীর উদ্যোগে বুধবার বেলা ৮টায় বাজারগ্রাম জামি’আ এমদাদিয়া তা‘লীমুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থীসহ ৮০জন অসহায়, দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শুরা ও কর্ম পরিষদের সদস্য ড. মিজানুর রহমান, কুশুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুর রশিদ, জামায়াত নেতা শিক্ষক আব্দুর রহিম ও সাবেক সেনা সদস্য হাফিজুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।