স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় মাদক বিরোধী সচেতনতা সৃষ্টিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে তিনটায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এ সময় তিনি বলেন, আমরা মাদক মুক্ত থাকব। পরিবারকে মাদকমুক্ত রাখব। মাদকসেবন করব না। মাদক থেকে বিরত থাকব। দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা, নেতৃত্বের গুণ অর্জন করে। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ধন্যবাদ জানাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টে্রট রিপন বিশ্বাস, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান, ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়েব হাসান বাবু প্রমূখ। এছাড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সকল কর্মকর্তা, ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রীতি ফুটবল ম্যাচ লাল দল ও সাদা দলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় লাল দল জয়লাভ করে।