শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন

ভারতে মন্দিরে ঢোকার টোকেন নিতে গিয়ে পদদলিত, নিহত ৬

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

এফএনএস বিদেশ: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে প্রবেশের টোকেন সংগ্রহ করতে গিয়ে জনতার প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে অন্তত ৬ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, বুধবারের এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় রাজ্যের ক্ষমতাসীন তেলুগু দেশম পার্টির মুখপাত্র প্রেম কুমার জৈন সাংবাদিকদের বলেন, দুর্ভাগ্যজনক ঘটনা…।এ দুর্ঘটনায় ছয়জন ভক্তের প্রাণহানি ঘটেছে। আমি মৃতদের আত্মার শান্তি কামনা করছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স—এ এক শোক বার্তা প্রকাশ করে বলা হয়েছে, যারা এ ঘটনায় প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি আমার গভীর সহানুভূতি ভারতে প্রধান ধর্মীয় উৎসবগুলোতে প্রচণ্ড জনতার ভিড়, দুর্বল ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ত্রুটির কারণে প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটে। গত বছরের জুলাই মাসে উত্তর প্রদেশের একটি হিন্দু ধর্মীয় সমাবেশে ১২১ জন নিহত হন। এছাড়া কেরালায় ২০১৬ সালে একটি মন্দিরে নিষিদ্ধ আতশবাজি প্রদর্শনের সময় এক ভয়াবহ বিস্ফোরণে আরও ১১২ জন নিহত হন বুধবারের ঘটনাটি ঘটলো কুম্ভমেলা শুরু হওয়ার কয়েকদিন আগে। ছয় সপ্তাহব্যাপী প্রার্থনা এবং পবিত্র স্নানের উৎসব ইতিহাসের বৃহত্তম ধর্মীয় সমাবেশ হবে বলে মনে করা হচ্ছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com