শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন

দিল্লিতে বিমানবন্দরে কুমিরের খুলিসহ কানাডীয় গ্রেপ্তার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

এফএনএস বিদেশ: ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিমানবন্দরে এক কানাডীয় নাগরিককে তার লাগেজে কুমিরের খুলিসহ আটক করা হয়েছে। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ৩২ বছর বয়সী ওই ব্যক্তি সোমবার কানাডার উদ্দেশে ফ্লাইট ধরতে বিমানবন্দরে যান। নিরাপত্তা তল্লাশির সময় তাকে প্রথম আটকানো হয় পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং খুলিটি বন ও বন্য প্রাণী বিভাগের কাছে হস্তান্তর করা হয় দিল্লি কাস্টমসের বিবৃতিতে বলা হয়েছে, ‘পরীক্ষার পর ক্রিম রঙের কাপড়ে মোড়ানো অবস্থায় একটি বাচ্চা কুমিরের চোয়ালের মতো দেখতে ধারালো দাঁতযুক্ত একটি খুলির খেঁাজ মেলে, যার ওজন প্রায় ৭৭৭ গ্রাম।’ কর্মকর্তারা জানিয়েছেন, কুমিরের খুলির মালিকানা রাখা ভারতের বন্য প্রাণী সুরক্ষা আইন ও কাস্টমস আইনের লঙ্ঘন। এ ছাড়া বন ও বন্য প্রাণী বিভাগের বিশ্লেষণে জানা যায়, খুলিটি ভারতের বন্য প্রাণী সুরক্ষা আইনের আওতাধীন একটি সংরক্ষিত প্রজাতির তারা বলেছে, ‘গঠন, দাঁতের বিন্যাস, মজবুত তালু ও নাসারন্ধ্র খুলিটিকে একটি বাচ্চা কুমিরের মাথার খুলি হিসেবে নিশ্চিত করেছে।’ বন কর্মকর্তা রাজেশ ট্যান্ডনের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ওই ব্যক্তি খুলিটি থাইল্যান্ড থেকে কিনেছেন বলে অভিযোগ রয়েছে। বন্য প্রাণী সংক্রান্ত পণ্য বহনের জন্য প্রয়োজনীয় অনুমতিও তার ছিল না। এ ছাড়া তিনি কুমিরটি শিকার বা হত্যা করেননি বলে কর্মকর্তাদের জানিয়েছেন প্রাণীটির সুনির্দিষ্ট উপপ্রজাতি শনাক্ত করতে আরো পরীক্ষা চালানো হচ্ছে। পাশাপাশি ওই ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে ও তদন্ত চলছে বলে দিল্লি কাস্টমস জানিয়েছে গত বছর দিল্লিতে বিমানবন্দরে লাগেজে একটি অজানা প্রাণীর শিং পাওয়ার পর ৩২ বছর বয়সী একটি কানাডীয় নারীকে আটক করা হয়েছিল। ওই নারী জানিয়েছিলেন, তিনি লাদাখ অঞ্চলে ভ্রমণের সময় এগুলো সংগ্রহ করেছিলেন এবং স্মারক হিসেবে নিয়ে যেতে চেয়েছিলেন সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com