আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের মধ্যম চাপড়ায় বেতনা নদী খনন স্থান পরিদর্শন করা হয়েছে। গতকাল পানি উন্নয়ন বোর্ড—২ এর দায়িত্বে থাকা এসও জহুরুল ইসলাম ঘটনাস্থান পরিদর্শন করেন। পাউবো’র এসও জহুরুল ইসলাম ঘটনাস্থান পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে বুধহাটা ইউপি চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, উপজেলা যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। সবকিছু শুনেবুঝে এসও জহুরুল ইসলাম জানান, গ্রামের লোকজন ও গন্যমান্য ব্যক্তিবর্গ বসে সমস্যা সমাধানে সিদ্দান্ত নেবেন। তাদের সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত সমস্যাযুক্ত স্থানে খনন কাজ করা হবেনা। উপজেলা যুবদল সদস্য সচিব আবু জাহিদ সোহাগ জানান, এসও সাহেব গ্রামের লোকজন নিয়ে বসে সিদ্ধান্ত নিতে বলে গেছেন। আমরা কাল বৃহস্পতিবার বিকালে বসে সিন্ধান্ত নেব। সিন্ধান্ত না হওয়া পর্যন্ত বিরোধপূর্ন স্থানে খনন কাজ বন্ধ থাকবে বলে এসও সাহেব সিদ্ধান্ত দিয়েছেন। বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু জানান, পরিদর্শনকালে এসও সাহেব গ্রামের মানুষকে নিয়ে বসে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেগেছেন। সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সমস্যাপূর্ণ এলাকায় খননকাজ করা বন্ধ থাকবে বলে তিনি জানিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় জানান, আমি একটি আবেদন পেয়েছি। পাউবো, উর্দ্ধতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে কার্যকর পদক্ষেপ গ্রহন করা হবে। এব্যাপারে এসও জহুরুল ইসলামের (০১৭৫০৭১৮৩০৮) সাথে মোবাইলে একাধিকবার কল করা হলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।