স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ফুটবল স্ট্রাইকার হ্যান্টিং প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল স্ট্রাইকার প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি বলেন, সাতক্ষীরা থেকে অনেক কৃতি খেলোয়াড় তৈরি হয়েছে। খেলাধূলা মনকে সুস্থ ও সুন্দর রাখে। তরুণরা পারে জীবনে সফলতা আনতে। এজন্য তাদেরকে অদম্য ইচ্ছা শক্তি থাকতে হবে। এখান থেকে ভালো খেলোয়াড় তৈরি হয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রাখবে। এর পূর্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মো: মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, জেলা ক্রীড়া সংস্থা নির্বাহী কমিটির সাবেক সদস্য ইকবাল কবির খান বাপ্পি, বিসিবির কোচ ফজলুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স। উল্লেখ্য ফুটবল স্ট্রাইকার হ্যান্টিং প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৬ চারটি দল অংশ নেয়।