শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন

থানার ভেতর থেকে ওসির ঝুলন্ত লাশ উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

এফএনএস: শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জাজিরা থানা ভবনের তিনতলায় তার নিজ কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। এটিকে প্রাথমিকভাবে ‘আত্মহত্যা’ বলে ধারণা করছে পুলিশ। শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) নজরুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে থানা ভবনের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করছি, ওসি আল আমিন আত্মহত্যা করেছেন। তবে ঘটনার আসল কারণ জানা যায়নি। ঢাকা থেকে ফরেনসিক টিম আসার পরে আল আমিনের লাশ নামানো হবে। এরপর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তার পরিবারকে খবরটি জানানো হয়েছে। ওসি আল আমিনের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। তিনি গত ১৪ সেপ্টেম্বর জাজিরা থানায় ওসি হিসেবে যোগ দেন। লাশ উদ্ধারের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় ভিড় করেছে স্থানীয়রা। জাজিরা থানা সূত্র জানায়, জাজিরা উপজেলা সদরে থানা ক্যাম্পাস অবস্থিত। সেখানে চারতলা একটি ভবনে থানার কার্যক্রম চলছে। ওই ভবনের একটি কক্ষে থাকতেন ওসি আল আমিন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে থানায় কর্মরত পুলিশ সদস্যরা দেখতে পান, ওসির লাশ থাকার কক্ষের একটি জানালার সঙ্গে ঝুলছে। পরে থানায় কর্মরত অন্য পুলিশ কর্মকর্তারা বিষয়টি শরীয়তপুরের এসপিকে জানান। খবর পেয়ে জেলা প্রশাসক আশরাফ উদ্দিন ও এসপি নজরুল ইসলাম জাজিরা থানায় যান। শরীয়তপুর পুলিশ হাসপাতালের চিকিৎসক মনিরুল ইসলাম বলেন, ওসি আল আমিনের গলায় গামছা প্যঁাচানো ছিল। তার শরীরে অন্য কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com