রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ময়মনসিংহে ট্রাকচাপায় সিএনজিচালকসহ নিহত ৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

এফএনএস: ময়মনসিংহের ভালুকায় মাটিবোঝাই ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের ধলিয়া রাংচাপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভালুকা উপজেলার পরুরা এলাকার আবদুল মতিন (৫০) ও একই এলাকার হোসেন আলী (৪৫)। তবে আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি। ভালুকা থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ভালুকা-গফরগাঁও সড়কের ধলিয়া রাংচাপড়া এলাকায় যাত্রী বোঝাই একটি সিএনজি দাঁড়িয়েছিল। এ সময় গফরগাঁও থেকে ভালুকাগামী মাটিবোঝাই ট্রাক সিএনজিকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দুজন মারা যান। গুরুতর আহত হন আরও চারজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয়। ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছেন। পরে বিস্তারিত জানানো হবে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মো. আক্তারুজ্জামান বলেন, ‘হাসপাতালে আনার পর এক তরুণ মারা গেছেন। তবে তার বয়স ১৯ থেকে ২০ বছর হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com