স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা জেলা আ’লীগের নেতা ও প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ এর মাতা দিলারা খাতুন দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি তিন পুত্র ও ছয় কন্যাসহ নাতি—নাতনী, আত্মীয়—স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আছর রসুলপুর গোরস্থান জামে মসজিদে জানাযা শেষে রসুলপুর সরকারি গোরস্থানে তাকে কবরস্ত করা হয়। জানাযায় ইমামতি করেন মরহুমার ভাগ্নে আশাশুনির তুয়ারডাঙ্গা জামে মসজিদের ইমাম মো. আব্দুস সবুর।