ডুমুরিয়া প্রতিনিধি \ শনিবার ডুমরিয়া সাজিয়াড়া শামসুল উলুম মাদ্রাসার বাৎসরিক আজীবন সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমরিয়া উপজেলা নির্বাহী অফিসার আল আমিন, ডুমরিয়া থানা অফিসার ইনচার্জ মাসুদ পারভেজ সহ অত্র মাদ্রাসার বিভিন্ন অঞ্চল থেকে আগত আজীবন সদস্যবৃন্দ। জোহরের নামাজ বাদ প্রধান অতিথি বিশেষ অতিথি সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সার্বিক সঞ্চালনায় ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি মুফতি আব্দুল কাইউম জমাদ্দার। উপজেলা নির্বাহী অফিসার মাদ্রাসা উন্নয়নের জন্য দুই লক্ষ টাকা বরাদ্দ দেয়ার আশাবাদ ব্যক্ত করেন।