বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা বাজার বাবু সুপার মার্কেটের ২য় তলায় ১১ জানুয়ারী শনিবার সকাল ১০ টা হতে পীরমাতা ব্লাড ব্যাংক নলতা শরীফ’ প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে পীরমাতা ব্লাড ব্যাংক নলতা শরীফ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিবনাত বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নলতা ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ও বক্তব্য রাখেন, নলতার ইডা সংস্থার নির্বাহী পরিচালক সমাজ সেবক মোঃ আকতার হোসেন, আলোর দিশা ফাইন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুল লতিফ, সোভা সমিতির নির্বাহী পরিচালক দীপক কুমার পাল, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের প্রভাষক মানস কুমার চক্রবর্তী, অনন্ত কুমার, কেবি জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক শ্রীকুমার বসাক, পীরমাতা ব্লাড ব্যাংক নলতা শরীফ’র উপদেষ্টা ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক আবুল কামাল, সাংবাদিক মামুন বিল্লাহ, মোঃ নজরুল ইসলাম প্রমূখ। শিক্ষক রবিউল ইসামের সঞ্চালনায় অনুষ্ঠানে পীরমাতা ব্লাড ব্যাংকের শিক্ষক ইয়াদ আলী, আরিফ খান, শুভ্র কুমার বসুসহ সদস্যবৃন্দ, জেলার বিভিন্ন রক্তদান ব্লাড ব্যাংকের সভাপতি, সম্পাদক ও সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া ও অতিথিদের ক্রেট প্রদান করা ও কেককাটা হয়।