এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে \ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলায় ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ সাত বছর পর আনন্দঘন, উৎসবমুখর পরিবেশে জাকজমজ পূর্ণভাবে গতকাল শনিবার ঠিকাদার কল্যাণ সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে ৩ জন প্রার্থীর মধ্যে জি এম আসাদুল্লাহ বাহার আছু ছাতা প্রতীকে ৪৯ ভোটে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এম আশেক—ই এলাহি মুন্না আনারস প্রতীকে ৩৮ ভোট পেয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী শেখ জাবের হোসেন হরিণ প্রতীকে পেয়েছেন ১৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থীর মধ্যে জি এম হাফিজুর রহমান হাফিজ মোরগ প্রতীকে ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আশরাফ হোসেন ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ শামসুদ্দোহা টুটুল তালা প্রতীকে পেয়েছেন ২৯ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে এস এম আসাদুজ্জামান আসাদ মাছ প্রতীকে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মোঃ আখতারুজ্জামান গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৫২ ভোট। অর্থ সম্পাদক পদে মোঃ মাসুদ রায়হান দেয়াল ঘড়ি প্রতীকে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোনতাকদীর আলম ফ্যান প্রতীকে পেয়েছেন ৫২ ভোট। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক মোঃ মতিউর রহমান প্রতিক বাল্ব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ মোতালেব হোসেন প্রতিক মোমবাতি এবং প্রচার সম্পাদক পদে মোঃ আব্দুস সাত্তার ইট প্রতিক। এই নির্বাচনে মোট ১০৬ জন ভোটার তাদের ভোট অধিকার প্রদান করেন। রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন মুহাঃ আব্দুর রউফ। এসময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ঠিকাদার মাওঃ মোঃ ইকরামুল কবির। নবনির্বাচিত কমিটির নেতারা নির্বাচন সুষ্ঠু আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং সংগঠনের উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।