কালিগঞ্জ ব্যুরো \ “আর্ত মানবতার সেবায় আমরা অঙ্গীকারাবদ্ধ” এর প্রতিপাদ্যকে সামনে কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের নিজস্ব উদ্যোগে এবং অর্থায়নে ধলবাড়িয়া ইউনিয়নে ধলবাড়িয়া গ্রামে শতাধিক পরিবারের জন্য সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকাল ৪ টায় কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের সভাপতি এসএএম আশিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, অর্থ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম প্রমূখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিগঞ্জ আলোর পথিক যুব ফাউন্ডেশনের আহবায়ক নূর আলম।