পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ “পাইকগাছায় হরিঢালী ক্যাম্প পুলিশ ২০ বোতল ফেন্সিডিল সহ আমজাদ হোসেন (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছেন। আটক ব্যক্তি তালা উপজেলার আটারই গ্রামের মৃতঃ বিলায়েত হোসেনের ছেলে। হরিঢালী ক্যাম্প পুলিশের আইসি এস আই সঞ্জীত কুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে প্রতাপকাঠির দক্ষিন পাড়া নুরুউদ্দীনের বাড়ীর পার্শ্বে নতুন মসজিদের সামনে রাস্তার উপরে মাদক সরবরাহ করা হচ্ছিল। গোপন খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেলে থাকাবস্থায় ২০ বোতল ফেনসিডিল সহ আমজাদকে আটক করা হয়। এ বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, ধৃত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।