মোঃ অহিদুজ্জামান লাভলু বাঁশদহা সাতক্ষীরা সদর থেকে \ জমে উঠেছে সাতক্ষীরা সদরের পুরাতন ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র ঝাউডাঙ্গা বাজার কমিটির নিবার্চন। আগামী ১লা ফেব্রয়ারী রোজ শনিবার বাজার কমিটির নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ছুটে চলেছেন ভোটারদের কাছে ,চাচ্ছেন নিজেদের পক্ষ্যে দোয়া ও সমর্থন। সবাই দিচ্ছেন সুষ্ঠ ও সুন্দর ব্যবসা কেন্দ্র গড়ে তোলার অঙ্গিকারই। এ সম্পর্কে কয়েক জন ব্যবসায়ীর সাথে আলাপ কালে জানা যায় তারা চাচ্ছেন সৎ,যোগ্য ও ব্যবসায়ী সুলভ ব্যক্তিদের নেতৃত্বে আসার। ঝাউডাঙ্গা বাজার আহবায়ক কমিটির সভাপতি ঝাউডাঙ্গা কলেজ এর অধ্যক্ষ মোঃ খরিলুর রহমান জানান প্রতিটি পদের বিপরীতে একাধিক প্রার্থী থাকায় নির্বাচনে হবে জোর প্রতিদ্বন্বিতা। তবে নির্বাচন হবে সুষ্ঠ ,শান্তিপূর্ন ও নিরপেক্ষ। এখানে নির্বাচনে কারো কোন প্রকার প্রভাব খাটোনোর মত কোন সুযোগ থাকবে না।এদিকে বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন কে ঘিরে ভোটার , ব্যবসায়ী ও স্থানীয় সাধারন মানুষের মাঝে বইছে নির্বাচনী আমেজ। অনেকে শঙ্খায় আছেন জয়লাভ করবে তো তাদের পছন্দের প্রার্থী। হিসাব কসছেন কে কোন পদের জন্য লড়ছেন। কার সম্ভবনা কতটুক।্চলছে চুলচেরা বিশ্লেষন। প্রার্থীর অনেকে নানা কৌশালে চেষ্টায় আছেন ভোটারদের মন জয়ের। বিশেষ করে চায়ের দোকান গুলোতে যেন তুমুল শোরগোল।তবে সুশীল সমাজের ব্যক্তিদের মধ্যে চলছে গঠন মুলক আলোচনা, কে কোন পদের জন্য কতটুকু পারপেক্ট। সব কিছু মিলিয়ে সবার মাঝে চলছে একটা নির্বাচনী আমেজ,সাজ সাজ রব রব আনন্দঘন উৎসাহ উদ্দীপনা পরিবেশের ভাব। সবাই অপেক্ষায় সেই মহেন্দ্রক্ষনের।