স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল দশটায় সাইট সেভার্সের অর্থায়নে ব্র্যাক ও বিএনসিসি শিরোমনি চক্ষু হাসপাতাল খুলনার বাস্তবায়নে মাসজিদে কুবার আয়োজনে শেখ মশির আহম্মদ— বিজলী আহম্মদ ফাউন্ডেশন, সাতক্ষীরা পৃষ্ঠপোষকতায় মাসজিদে কুবা কমপ্লেক্সে মাসজিদে কুবার সভাপতি ও দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মোস্তাক আহমেদ উপস্থিত থেকে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করে। ইসলাম ধর্মের একটি নিয়মিত ইবাদত নামাজ। এটি মুসলমানদের জন্য প্রতিদিন অবশ্য করণীয় একটি ধর্মীয় কাজ। মানুষের সেবা ভারী আমল। ভালো কাজ করতে হবে। অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। প্রত্যেক ব্যক্তিকে দায়িত্বশীল হতে হবে। মানুষের কল্যাণে কাজ করতে হবে। মাসজিদে কুবা ধর্মীয় কাজের পাশাপাশি সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। মাসজিদে কুবার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। এর পূর্বে স্বাগত বক্তব্য রাখেন মাসজিদে কুবার উপদেষ্টা সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস জেড আতিক, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সাইট সেভার্সের প্রোগ্রাম অফিসার মোছাঃ বনফুল চুমকি। এ সময় উপস্থিত ছিলেন শিরোমনি চক্ষু হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার মোঃ মিজানুর রহমান, ব্র্যাক খুলনার প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট মোঃ মাহবুবুর রহমান, মাসজিদে কুবার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ আব্দুল করিম, ইমাম মাওলানা মোঃ মাহমুদুর রহমান, মুয়াজ্জিম আব্দুস সবুর প্রমূখ। এছাড়া মাসজিদে কুবার নেতৃবৃন্দ, এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মাসজিদে কুবার খতিব মাওলানা তামিম আব্দুল্লাহ। উল্লেখ্য ৪০০ জন রোগীর ফ্রী চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং এর মধ্যে ২৫৬ জন রোগীকে ছানি অপারেশন করা হবে।