ডুমুরিয়া প্রতিনিধি \ খুলনার ডুমুরিয়ায় নানা আয়াজেনের মধ্যে দিয়ে তারুণ্যের উৎসব—২০২৫ এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। সামেবার সকালে উপজেলা স্বাধীনতা চত্ত্বরে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ মেলার আয়াজেন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল—আমিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বাধেন করপন। তারুণ্যের এই উৎসবে ছিল নানা আয়াজেন। সুসজ্জিত প্যান্ডেলের চার পাশ জুড়ে ছিল শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ষ্টল। যা উপভাগে করতে ছিল তারুণ্যের ভীড়। এছাড়া ছিল শিক্ষার্থীদর নিয়ে জুলাই—আগষ্ট বিপ্লবের স্মৃতি বিজড়িত চিত্রাংকন, কুইজ, রচনা লিখন ও বিতর্ক প্রতিযােগিতা। এসব প্রতিযাগিতায় অংশ গ্রহন করেন ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজ, ডুমুরিয়া মহাবিদ্যালয়, চুকনগর কলজ, মাওলানা ভাসানী মেমােরিয়াল কলেজ, বান্দা স্কুল এ্যান্ড কলেজ, ডুমুরিয়া সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বানিয়াখালী মাধ্যমিক স্কুল, সাহস নায়োকাঠি মাধ্যমিক স্কিল, গুটুদিয়া মাধ্যমিক স্কুল, ডুমুরিয়া এনজিসি এ্যান্ড এনসিকে মাধ্যমিক স্কুল, চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক স্কুল, হাজিডাঙ্গা—খলশী একে মাধ্যমিক স্কুল ও মধুগ্রাম আলীম মাদ্রাসার শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদর মাঝ পুরস্কার বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ আসাদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, একাডেমিক সুপার ভাইজার টিকেন্দ্র নাথ সানা, উপজেলারিসার্সে সেন্টার ইন্সট্রাক্টর মোঃ মনির হােসেন, প্রধান শিক্ষক সালমা খানম, মুফতি আব্দুল কাউয়ুম জমাদ্দার প্রমূখ। এরপর বিকেলে শুরু হয় মনাজ্ঞে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া ওই অনুষ্ঠানের অংশ হিসেবে তারুণ্য ও যুব সমাবেশসহ পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ময়লা—আবর্জনা পরিস্কার কর্মসুচীর আয়াজেন করা হয়।