বিপিএল ২০২৫—এর উত্তেজনায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের জয়রথ অব্যাহত। খুলনা টাইগার্সের বিপক্ষে রুদ্ধশ^াস এক ম্যাচে ৮ রানের ব্যবধানে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে টানা সপ্তম জয় পেয়েছে তারা। প্রথমে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৮৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি। যদিও শুরুটা ভালো হয়নি তাদের। পাওয়ার প্লেতে ২ উইকেটে তোলে মাত্র ৩৯ রান। উদ্বোধনী ব্যাটার স্টিভেন টেলর (৮ বলে ১৩) এবং সাইফ হাসান (১১ বলে ৭) দ্রুতই সাজঘরে ফেরেন। ওপেনার তৌফিক খান এক প্রান্ত আগলে রাখলেও ৩০ বলে ৩৬ রান করে আবু হায়দারের বলে আউট হন। এরপরই চতুর্থ উইকেটে পাকিস্তানি দুই ব্যাটার খুশদিল শাহ এবং ইফতিখার আহমেদ মিলে ম্যাচের চিত্র পাল্টে দেন। তাদের ১১৩ রানের জুটি রংপুরকে শক্ত অবস্থানে নিয়ে যায়। খুশদিল শাহ এক পর্যায়ে নাসুম আহমেদের এক ওভারে চার ছক্কা হাঁকান। তিনি ৩৫ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৭৩ রানে অপরাজিত থাকেন। ইফতিখার করেন ৩৬ বলে ৪৩। খুলনার হয়ে আবু হায়দার রনি এবং হাসান মাহমুদ নেন দুটি করে উইকেট। ১৮৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামা খুলনার শুরুটাও ছিল ভালো। দারউইশ রাসুলী ১৫ বলে ১৭ রান করে আউট হলেও মেহেদী হাসান মিরাজ (২৪ বলে ৩৯) এবং নাইম শেখ (৪১ বলে ৫৮) মিলে ৬১ রানের জুটি গড়েন। তবে এই জুটি ভাঙার পর খুলনার ব্যাটিং ছন্দপতন ঘটে। নাইম আউট হওয়ার পর আফিফ হোসেন ১৫ বলে ২৯ রান করে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন। শেষ ১২ বলে জয়ের জন্য দরকার ছিল ১৮ রান। ১৯তম ওভারে আকিফ জাভেদ দুর্দান্ত বোলিং করেন। তিনি সেই ওভারে ২৯ রান করা আফিফকে আউট করেন এবং খুলনাকে চাপের মুখে ফেলে দেন। শেষ ওভারে সাইফউদ্দিন মাত্র ৩ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৮ রানেই থেমে যায় খুলনা। রংপুরের হয়ে আকিফ জাভেদ ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন। সাইফউদ্দিন এবং শেখ মেহেদী হাসান পান দুটি করে উইকেট। এই জয়ে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স। টুর্নামেন্টের বাকি অংশে তাদের পারফরম্যান্স নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।