এফএনএস: স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্ত এলাকায় কাটাতারের বেড়া দেওয়া বন্ধ করে দিয়েছে ভারত। বর্তমানে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে। দুই দেশের সীমান্তে শান্তিরক্ষায় আগামী মাসে বিজিবির এবং বিএসএফ ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ে বৈঠক হবে। ওই বৈঠকের মাধ্যমেই সব সমস্যার সমাধান হবে। গতকাল মঙ্গলবার দুপুরে ময়নমসিংহ সিটি করপোরেশনের অডিটোরিয়ামে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় ঊপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, পুলিশ দায়িত্ব পালনে আগের চেয়ে বেশি তৎপর হয়ে উঠেছে। তাদের কাজে উৎসাহ দিতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কৃষকের সার নিয়ে কারসাজির বিষয়ে সতর্ক করে উপদেষ্টা বলেন, কৃষকরা ন্যায্য মূল্যে সার পাবেন। ডিলারদের কোনও ধরনের কারসাজি সরকার সহ্য করা হবে না। কারও বিরুদ্ধে অভিযোগ পেলে ওই ডিলারের লাইসেন্স বাতিল করা হবে। কৃষি বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের কৃষিবান্ধব হতে হবে। কৃষির উন্নয়নে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ারও আহ্বান জানান তিনি। এ সময় ময়মনসিংহ সেনানিবাসের কমান্ডার ৪০৩ ব্যাটল গ্রুপ কর্নেল মাহমুদ হাসান, সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. মোহাম্মদ আশরাফুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।