বাঁশদহা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি \ সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গার মাধবকাটিতে স্বামী কতৃর্ক খাদিজা খাতুন নামে এক গৃহবধু হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার শেষ রাতে ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানায়। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানা পুলিশ হত্যায় অভিযুক্ত স্বামী আমিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরন করা হয়। ঘটনার বিবরনে ও স্থানীয় সুত্রে জানা যায় সদরের মাধবকাটি গ্রামের এলাই বক্সের পুত্র আমিরুল ইসলাম মামাতো বোন গৃহবধু খাদিজা খাতুনকে নিয়ে বেশ ভাল ভাবে সংসার করছিল। কিন্তু গত কয়েক দিন পুর্ব হতে আমিরুলের মাথার সমস্যা হচ্ছিল। আমিরুল দম্পতি ইতিপূর্বে এজন্য কবিরাজ বাড়িও গিয়েছিল। স্থানীয়রা আরো জানায় ঘটনার কয়েক দিন পুর্বে তাদের মধ্যে সাংসারিক গোলযোগ দেখা দিচ্ছিল। আর পারিবারিক কলহের জের ধরেও এ হত্যার ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।