স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়ানো সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের আয়োজনে সকাল দশটায় সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, আজকের যারা শিশু তারাই আগামী দিনের ভবিষ্যৎ। নিজেকে দক্ষ হিসাবে গড়ে তুলতে হবে। অনুপ্রেরণা ও উৎসাহ মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে। নিজের মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা থাকতে হবে। ভাল লেখাপড়া করলে ভাল ফল পাওয়া যায়। লেখাপড়া পাশাপাশি খেলাধুলায় প্রতি আগ্রহ থাকতে হবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আশরাফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, অহেদা সুলতানা, সিনিয়র শিক্ষক শফিউর ইসলাম, মোস্তফা মনিরুজ্জামান, খোরশেদ আলম, রবিউল ইসলাম প্রমুখ। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য অনুদ্ধ—১৯ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি ও জাতীয় বক্সার আফরা খন্দকার প্রান্তিকে বিদ্যালয় পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএসসি পরীক্ষার্থী শেখ মিফতাহুল জান্নাত।