দেবহাটা অফিস \ দেবহাটা সখিপুর ইউনিয়ন আয়োজিত ইউনিয়ন পরিষদ হলরুমে গতকাল চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে তারুণ্যের ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউপি সচিব গোলাম রব্বাণীর পরিচালনায় অতিথি ছিলেন জামায়াত নেতা সুলায়মান হোসেন, প্রভাষক আলমগীর কবির, ছাত্র সমন্বয়ক মীর আরিফুল ইসলাম, একরাম হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন ইউপি সদস্য নুর মোহাম্মদ, মোখলেছুর রহমান, রবিউল ইসলাম, নাজিম উদ্দীন, শেখ মোয়াজ্জেম হোসেন, ডা: নজরুল ইসলাম, মোছা: সাজু পারভীন, রেহানা খাতুন, জুলেখা খাতুন প্রমুখ। সভায় দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।