বিপিএল চলে এসেছে মাঝপথে, এখনও পাওনা টাকা পাননি দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। অপেক্ষার বাঁধ ভেঙে যাওয়ায় এবার কঠোর পথে হাঁটলেন বিজয়-তাসকিনরা। পারিশ্রমিক না পাওয়ায় গতকাল বুধবার তারা অনুশীলন বয়কট করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি সূত্র। গত মঙ্গলবার জানানো হয়, গতকাল বুধবার সকাল ১০টা থেকে এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করবে দুর্বার রাজশাহী দল। তবে অনুশীলনে গিয়ে দেখা যায় কোনো ক্রিকেটার নেই। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, নিয়ম অনুযায়ী যে পরিমাণ অর্থ এতদিনে পেয়ে যাওয়ার কথা, তার কিছুই পাননি ক্রিকেটাররা। কোচদের কেউ কেউ টাকা পেলেও ক্রিকেটারদের প্রত্যেকের পারিশ্রমিক পুরোটাই বকেয়া রয়েছে। যার প্রতিবাদ হিসেবে অনুশীলনে নামেননি ক্রিকেটাররা। এর আগে ফ্র্যাঞ্চাইজিদের ব্যাংক ড্রাফটের সময় রাজশাহীর বিরুদ্ধে অভিযোগ ওঠে নির্ধারিত অর্থ পরিশোধ না করার। মাঠের পারফরম্যান্সেও দলটি বিবর্ণ। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে জিতেছে মাত্র দুটি ম্যাচে, চারটি ম্যাচেই হেরেছে। সিলেট পর্ব শেষে পয়েন্ট টেবিলে অবস্থান ষষ্ঠ স্থানে। নিজেদের সর্বশেষ ম্যাচে ঢাকার বিপক্ষে ১৪৯ রানে হারে রাজশাহী, যা রানের দিক থেকে বিপিএলে সবচেয়ে বড় পরাজয়। সেদিন রাজশাহীর বোলারদের পাড়ার বোলার বানিয়ে ২৫৪ রানের রেকর্ড পুঁজি জড়ো করে ঢাকা ক্যাপিটালস, তাও মাত্র ১ উইকেট হারিয়ে। জবাব দিতে নেমে ১০৫ রানে গুটিয়ে যায় রাজশাহী। দলের বাইরের অসন্তোষ ও অস্বস্তি মাঠের ভেতরেও যে প্রভাব ফেলছে, তা না বললেও চলে।